ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে এ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:১৫, ১৬ নভেম্বর ২০১৫

সৈয়দপুরে এ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ ‘স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক উপজেলা এ্যাডভোকেসি ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি’র আওতায় ওই ওয়ার্কশপের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি’র নীলফামারী’র সিনিয়র জেলা ব্যবস্থাপক ইলিয়াস সরকার সভাপতিত্বে ওয়ার্কশপের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন নীলফামারী ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর সুশীল কুমার বিশ্বাস। সভায় জানানো হয় তৃণমূল পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্থানীয় সরকার। তাই স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণে সরকারে সঙ্গে দেশের বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাও কাজ করে যাচ্ছে। এতে করে স্থানীয় সরকার ব্যবস্থায় যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশ গ্রহণ বেড়েছে, তেমনি স্থানীয় সরকার ব্যবস্থায় নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তাই স্থানীয় সরকার শক্তিশালীকরণে সবাইকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে।
×