ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পার্থে ৪র্থ দিন শেষে ৬ সেঞ্চুরি ॥ ডাবল ২

প্রকাশিত: ২৩:৪৬, ১৬ নভেম্বর ২০১৫

পার্থে ৪র্থ দিন শেষে ৬ সেঞ্চুরি ॥ ডাবল ২

অনলাইন ডেস্ক ॥ পার্থে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়া তাদের ২য় ইনিংসে দ্রুত গতিতে রান তুলেছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫৫৯/৯ডি. এর জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৬২৪ রানে অলআউট হয়। চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া ২য় ইনিংসে ৬৩ ওভার খেলে ২ উইকেটে ২৫৮ রান তোলে। এখন অস্ট্রেলিয়া ১৯৩ রানে আগিয়ে আছে। কাল অস্ট্রেলিয়া ১ ঘন্টা খেলে ৮০ রান তুলতে পারলে ইনিংস ঘোষনা করতে পারে। এই টেস্টে চার দিনে দুই দলের সেঞ্চুরি হয়েছে মোট ছয়টি। যার মধ্যে ডাবল ২ টি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ওর্য়ানার ২৫৩ ও উসমান খাজা ১২১ রান করে। ২য় ইসিংসে স্মিথ ১৩১ ও ভোগস ১০১ রানে অপরাজিত আছে। অপর দিকে নিউজিল্যান্ডের উইলিয়ামসন গত কাল ১৬৬ ও টেইলর আজ ২৯০ রান করে আউট হয়। এখন দেখার বিষয় পঞ্চম দিনে কোন সেঞ্চুরি হয় কি না। চার দিনে মোট ১৪৪১ রান হয়েছে । উইকেট পড়েছে মোট ২১ টি।
×