ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটুয়াখালীতে গৃহবধূ পুতুল হত্যার ঘটনায় দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত: ০০:০৫, ১৬ নভেম্বর ২০১৫

পটুয়াখালীতে গৃহবধূ পুতুল হত্যার ঘটনায় দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীর মির্জাগজ্ঞে আলোচিত গৃহবধূ ফারজিলা বেগম পুতুল হত্যার ঘটনায় দুই জনকে যাবজ্জীবন কারদন্ড ও প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা আনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। আজ সোমবার দুপুরে পটুয়াখালী সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার এ রায় প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শামসুল হক সিকদার ও মনির আকন পলাতক রয়েছে। ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারী গৃহবধু পুতুল তার স্বামীর বাড়ি আমড়াগাছিয়া থেকে বাবার বাড়ি সুবিদখালী যাওয়ার পথে আসামীরা তাকে অপহরন করে হত্যা করে। এ ঘটনার পাঁচ দিন পর পুলিশ স্থানীয় একটি জঙ্গল থেকে লাশ উদ্ধার করে। ওই বছরের ৮ মার্চ নিহতের বোন লাকী বেগম বাদী হলে মির্জাগজ্ঞ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর আসামীরা গ্রেফতার হলে আদালতে তারা স্বীকারউক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। তবে আদালত থেকে এ মামলায় জামিনে বের হবার পর আসমীরা অত্মগোপনে চলে যান। আজ আদালত আসামীদের অনুপস্থিতেই এ রায় প্রদান করেন।
×