ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডা. মিথিলার আত্মহত্যা ॥ স্বামীর বিরুদ্ধে প্ররোচনার মামলা

প্রকাশিত: ০০:৫২, ১৬ নভেম্বর ২০১৫

ডা. মিথিলার আত্মহত্যা ॥ স্বামীর বিরুদ্ধে প্ররোচনার মামলা

অনলাইন রিপোর্টার॥ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ডা. তানজিনা জাহান মিথিলাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছেন নিহতের মামা। সোমবার দুপুরে শাহবাগ থানার ডিউটি অফিসার জমসেদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিথিলার মামা খন্দকার শরীফ উদ্দিন বাদী হয়ে তার স্বামী ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারের (আবাসিক) একটি ঘর থেকে ডা. তানজিনা জাহান মিথিলার (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বার্ন ইউনিটের পেছনের ওই কোয়ার্টারের নিচতলার একটি ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
×