ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে ফের হামলার প্রস্তুতি চলছে: ফরাসি প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০০:৫৭, ১৬ নভেম্বর ২০১৫

ফ্রান্সে ফের হামলার প্রস্তুতি চলছে: ফরাসি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ জঙ্গিরা ফ্রান্সে আরও হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালাস। সোমবার আরটিএল বেতারে ভ্যালাস বলেন, “আমরা জানি আরও হামলার প্রস্তুতি চলছে। আর তা কেবল ফ্রান্সে নয় অন্যান্য ইউরোপীয় দেশগুলোতেও হামলার প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা।” এবছর গ্রীষ্মের সময় থেকে ফ্রান্সের গোয়েন্দারা ৫ টি জঙ্গি হামলা ঠেকিয়েছে বলে জানান তিনি। আরও জঙ্গি হামলার হুমকি ঠেকাতে ফ্রান্সজুড়ে জঙ্গিদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালিয়ে মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবন্দি করেছে ১শ’রও বেশি জনকে। পুলিশের এ অভিযানে কালাশনিকভ রাইফেল এবং রকেট লাঞ্চারসহ বহু অস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পুলিশের কয়েকটি সূত্র রয়টার্সকে জানায়, কর্তৃপক্ষ সোমবার ফ্রান্সজুড়ে ১৫০ টি বাড়িতে তল্লাশি চালিয়েছে। এর মধ্য ফুটবল স্টেডিয়াম, বার এবং কনসার্ট হলে হামলার বিচার বিভাগীয় তদন্তের আওতায় তল্লাশি চালানো হয় প্যারিসের ববিনি শহরতলীতে। গনব্লাঁ, তুঁলুজ ও ‍লিয়ন শহরেও চলেছে অভিযান। প্যারিসের কয়েকটি বার, রেস্তরাঁ, একটি কনসার্ট হলে এবং জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রঁসে শুক্রবার রাতে চালানো জঙ্গি হামালায় ১২৯ জন নিহত হয়। প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে বলেছেন, জঙ্গিরা আগামী দিনগুলোতে আবারও আঘাত হানতে পারে। এ হামলা মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে।
×