ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরিয়তপুরের ২ রাজাকারের জামিন বিষয়ে আদেশ ২৫ নবেম্বর

প্রকাশিত: ০১:১২, ১৬ নভেম্বর ২০১৫

শরিয়তপুরের ২ রাজাকারের জামিন বিষয়ে আদেশ ২৫ নবেম্বর

স্টাফ রিপোর্টার॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শরীয়তপুরের সোলায়মান মোল্যা ওরফে সলেমান মৌলভি ও ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। অন্যদিকে একই মামলায় আসামীপক্ষ এই দুই আসামীর জামিন আবেদন করেছেন। জামিন আবেদনের উপর শুনানী শেষ হয়েছে। আগামী ২৫ নভেম্বর এ বিষয়ে আদেশ দিবেন ট্রাইব্যুনাল। গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম আনোয়ারুল হকের নের্তৃত্বে তিন সদস্যে বেঞ্চে এই অভিযোগপত্র দাখিল করা হয়। এই দুই আসামির বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনসহ চারটি অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ২৯ অক্টাবর প্রসিকিউশন ৩ সপ্তাহের সময়ের আবেদন করে। প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতেই গতকাল ১৬ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার মোট সাত জন আসামি। প্রতিবেদন প্রকাশ করা অভিযুক্তরা হলেন- শরীয়তপুর জেলার পালং উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের কাশিপুর মুসলিম পাড়ার মৃত চাঁন মোল্লার ছেলে সোলায়মান মোল্লা (৮৪) ও একই থানার মাহমুদপুরের মৃত হামিক আলী সরদারের ছেলে ইদ্রিস আলী সরদার ওরফে গাজী ইদ্রিস (৬৭)।
×