ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে ২ কোটি টাকার অবৈধ ওষুধ জব্দ

প্রকাশিত: ০২:৩৮, ১৬ নভেম্বর ২০১৫

শাহজালালে ২ কোটি টাকার অবৈধ ওষুধ জব্দ

অর্থনৈতিক রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কোটি টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। বিমানবন্দরের কার্গো এলাকা থেকে সোমবার সকাল ১১টায় ওষুধগুলো জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কার্গো এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আসা ২ কোটি টাকা মূল্যের ওষুধ জব্দ করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টমস হাউসের (প্রিভেনটিভ) সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার। তিনি বলেন, ওষুধগুলো গত ১৫ নবেম্বর ‍তুর্কি এয়ালাইন্সের একটি ফ্লাইটে (টিকে৭১২) বাংলাদেশ আসে। আমদানিকারক ‍ভুয়া ঠিকানা দিয়ে ওষুধগুলো নিয়ে এসেছে। শহীদুজ্জামান জানান, জব্দকৃত ওষুধ ক্যান্সার, ডায়াবেটিক ও যৌনরোগসহ বিভিন্ন চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে।
×