ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুলশানে রাজউকের উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৩:২৯, ১৬ নভেম্বর ২০১৫

গুলশানে রাজউকের উচ্ছেদ অভিযান

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর গুলশান-২ এর পিংক সিটি শপিং কমপ্লেক্সের বেইজমেন্টে পার্কিংয়ের জায়গায় স্থাপিত দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে রাজউক । সোমবারের অভিযান চলাকালে মার্কেট কর্তৃপক্ষ অঙ্গীকারনামা দিয়েছে, মঙ্গলবারের (১৭ নবেম্বর) মধ্যে এসব অবৈধ দখল উঠিয়ে নিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গা তৈরি করে দেবে। এ কারণে সোমবার উচ্ছেদ অভিযান শেষ করেছে রাজউক। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে মার্কেট কর্তৃপক্ষ তাদের করা অঙ্গীকারনামা অনুসারে এসব অবৈধ দখল উঠিয়ে নিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গা তৈরি করে দিলে আর উচ্ছেদ অভিযান চলবে না এখানে। তারা সেটি না করলে ফের উচ্ছেদ অভিযান চলবে। রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যে প্রশাসনের নিদের্শে রাজউক কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসাইন। রাজউক জোন-৪ এর পরিচালক সওদাগর মোস্তাফিজুর রহমান বলেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর নির্দেশে রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। রাজধানীজুড়ে মাসব্যাপী এ অভিযান চলবে। প্রয়োজন হলে এক মাসেরও বেশি সময় অভিযান চলবে।
×