ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে সংখ্যালঘুদের ৩৬ বিঘা জমি দখল প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২০, ১৭ নভেম্বর ২০১৫

দিনাজপুরে সংখ্যালঘুদের ৩৬ বিঘা জমি দখল প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলায় স্থানীয় ইউপি সদস্য দুলাল হোসেনের সংখ্যালঘুসহ লোকজনের ৩৬ বিঘা জমি জবর দখল করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বীরগঞ্জ থানার সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে ১ ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেয়া হয়। অভিযোগে জানা গেছে, উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের ইউপি সদস্য মোঃ দুলাল হোসেন গত রবিবার লাঠিসোটা ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে ৩৬ বিঘা জমি দখল করে নেন। এসব জমির মালিকদের মধ্যে রয়েছেন বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ চন্দ্র সাহার ছেলে জাতিস্ময় চন্দ্র সাহা, সুজালপুর ইউনিয়নের কুমোরপুর গ্রামের কানু রাম রায়ের ছেলে ভবেশ চন্দ্র রায়, একই গ্রামের রইচ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন, মৃত শামসুদ্দিন আহম্মেদ চৌধুরীর ছেলে মফিজউদ্দীন আহম্মেদ চৌধুরী, মৃত আব্দুল মান্নান মাস্টারের স্ত্রী মখলেছা মান্নান ও আবুল কাসেমের ছেলে মোঃ মামুন। দুলাল হোসেন ৩৬ বিঘা জমি দখলের পরই হালচাষ শুরু করেছেন। প্রকৃত জমির মালিকেরা প্রতিবাদ করলে তিনি তাদের হত্যার হুমকি দেন। রবিবার রাতে জমি মালিকরা দুলাল হোসেনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় পৃথক পৃথকভাবে ৬টি জিডি করেছেন। জমির মালিক প্রমোদ কুমার রায় অভিযোগ করেন, শত বছরের বাপ-দাদার ভোগ দখলীয় সম্পত্তি দুলাল হোসেন জোর করে দখল করে জমি মালিকদের হত্যার হুমকি দিচ্ছেন। বর্তমানে জমি মালিকরা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত দুলাল হোসেন জানান, তিনি সাবেক জোতদারের ওয়ারিশ পঙ্কজ কুমার দাসের কাছ থেকে এসব জমির পাওয়ার অব এ্যাটর্নি নিয়েছেন। বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, দখলকারীকে তার দলীলপত্র নিয়ে ১৮ নবেম্বর সশরীরে থানায় হাজির হওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে।
×