ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শুক্রবার মুক্তি পাচ্ছে ॥ ‘আই লাভ ইউ প্রিয়া’

প্রকাশিত: ০৪:৩০, ১৭ নভেম্বর ২০১৫

শুক্রবার মুক্তি পাচ্ছে ॥ ‘আই লাভ ইউ প্রিয়া’

সংস্কৃতি ডেস্ক ॥ আগামী ২০ নভেম্বর শুক্রবার সারাদেশ ব্যাপী মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘আই লাভ ইউ প্রিয়া’। চলচ্চিত্রটি বাংলাদেশে প্রথম একটি সম্পূর্ণ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত। চলচ্ছিত্রটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক মামুন খান। চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাগর ও শম্পা। আরও রয়েছেন সিরাজ হায়দার, দুলারী, আমিন আজাদ,রাতিন, ফারজানা আক্তার, মামুন খান সহ অনেকে। গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কিশোর শাহিন। এতে মোট ছয়টি গান রয়েছে , গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ,সামিনা চৌধুরী, এ্যান্ড্রুকিশোর, রুপম, কনা, ন্যান্সী, এস আই টুটুল ও কিশোর শাহিন। অন্য এক ম্যাডোনা সংস্কৃতি ডেস্ক ॥ অন্যদিন তাঁর কনসার্টে তিল ধারণের জায়গা থাকে না। স্টেজে তিনি এসে দাঁড়াতেই তাঁর তালে তাল মেলান আপামর দর্শক। তিনি পপ সুন্দরী ম্যাডোনা। কিন্তু এ দিনটা ছিল একটু আলাদা। এদিন অন্য এক ম্যাডোনাকে দেখলো তার ভক্ত দর্শকরা। তিনি মঞ্চে এলেন বটে, তবে চোখে জল নিয়ে। কেন? রবিবার সুইডেনের স্টকহলমে কনসার্টে প্যারিসে জঙ্গী হানায় নিহতদের স্মরণ করতে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারলেন না ম্যাডোনা। ঝর ঝর করে কেঁদে ফেলতে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন, খুবই কঠিন সময়। প্যারিসে যা হয়েছে তা ভোলা সম্ভব নয়। নারকীয় হামলায় কত জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। তা দেখে চুপ থাকাও সম্ভব নয়। কত মানুষ যখন তাঁদের প্রিয়জনদের হারিয়েছে, কীভাবে আমি নাচব, গাইব। কিন্তু যারা ঠা-া মাথায় এই নৃশংস হত্যালীলা চালাল। তারা তো এটাই চায়। চুপ করে দিতে চায় আমাদের। আমরা কিছুতেই তাদের সফল হতে দেব না। বেদনাবিদুর কণ্ঠে ‘লাইক আ প্রেয়ার’ গাওয়ার আগে পপ তারকা বলেন, হিংসা, দ্বেষ থাকলেও তিনি আশাবাদী ওয এই পৃথিবী ভালবাসায় মোড়া। একমাত্র ভালবাসা দিয়েই বিশ্বকে বদলানো সম্ভব।
×