ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

প্রকাশিত: ০৬:০৫, ১৭ নভেম্বর ২০১৫

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নবেম্বর শনিবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচী পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চালকদের সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এই সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ হতে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাগণকে বেলা ২টা ৪৫ মিনিটের মধ্যে এবং অন্য অতিথিগণকে বিকাল ৩টা ১৫ মিনিটের মধ্যে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত ॥ এদিকে সশস্ত্র বাহিনী দিবস-২০১৫ উদ্যাপন উপলক্ষে আগামী শনিবার ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, বাগেরহাট ও বরিশালে নৌবাহিনীর জাহাজসমূহ নিম্নোক্ত স্থানে সর্বসাধারণের পরিদর্শনের জন্য বেলা ২টা থেকে বিকেলে ৪টা ৩০ মিনিট পর্যন্ত উন্মুক্ত রাখা হবে। স্থানগুলো হচ্ছে- ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ জেটি মাতলাঘাট, নেভাল জেটি, নিউমুরিং, চট্টগ্রাম, বিআইডব্লিউটিএ রকেটঘাট, খুলনা, দিগরাজ নেভাল জেটি, মংলা এবং বিআইডব্লিউটিএ জেটি, বরিশাল।-আইএসপিআর।
×