ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আদালতের নির্দেশে গাজীপুরের হাসপাতালে বাবরের স্বাস্থ্য পরীক্ষা

প্রকাশিত: ০৬:০৬, ১৭ নভেম্বর ২০১৫

আদালতের নির্দেশে গাজীপুরের হাসপাতালে বাবরের স্বাস্থ্য পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৬ নবেম্বর ॥ গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দ-প্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সোমবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা দেয়া হয়েছে। আদালতের নির্দেশে এ ব্যাবস্থা নেয়া হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রেফার করেছে। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার জানান, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, পার্ট-১ থেকে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য সোমবার দুপুর সাড়ে ১২টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর গাজীপুরের সিভিল সার্জন কর্তৃক গঠিত চার সদস্যের একটি মেডিক্যাল টিম বাবরের স্বাস্থ্য পরীক্ষা করে। স্বাস্থ্য পরীক্ষাকালে জানা গেছে লুৎফুজ্জামান বাবর সিভিয়ার এ্যাজমা ও মেরুদ-ে ব্যথা, পেটের পীড়া, হাইপারটেনশনসহ বিভিন্ন রোগে ভুগছেন।
×