ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইএস পশ্চিমাদের সৃষ্টি, এর দ্বারা তারাই এখন আক্রান্ত ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:০৭, ১৭ নভেম্বর ২০১৫

আইএস পশ্চিমাদের সৃষ্টি, এর দ্বারা তারাই এখন আক্রান্ত ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে কোন আইএস নেই। এটি পশ্চিমাদের সৃষ্টি এবং এর দ্বারা তারাই এখন আক্রান্ত হচ্ছে। পশ্চিমারা তাদের অস্ত্র দিয়েছে, হাতিয়ার দিয়েছে আর তারাই এখন পৃথিবীজুড়ে সন্ত্রাস করে বেড়াচ্ছে। তিনি বলেন, দুই বিদেশীকে হত্যা দেশের জন্য ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। দেশকে বহির্বিশ্বের কাছে হেয় করা এবং খারাপ বানানোর জন্যই এ কাজ করা হয়েছে। তিন দিনের সফরে সোমবার দুপুরে রংপুরে এলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এসব কথা বলেন। দুপুর ১২টায় তিনি তার বাসভবনে এসে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আগামীতে পৌরসভাসহ জাতীয় নির্বাচনে তার দল অংশ নেবেন এবং ৩শ’ আসনে জাতীয় পার্টির প্রার্থী দেয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, পৌরসভা এবং ইউপি নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দেয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। যতক্ষণ আরপিও না পাব ততক্ষণ এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাবে না। খালেদা জিয়া দেশে ফিরলে গ্রেফতার হতে পারেন এমন কথা আপনি বলেছেন এবং কেন বলেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সঙ্গত কারণেই তিনি গ্রেফতার হতে পারেন বলে মনে করেন তিনি। পরে তিনি পল্লী নিবাসে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, স্থানীয় নেতা ও তার ভাতিজা মকবুল হোসেন শাহরিয়ার আসিফ, মোফাজ্জল হোসেন, মোস্তাফিজার রহমান মোস্তফা, এসএম ইয়াসির, আজমল হোসেন লেবু প্রমুখ। বুধবার সকালে তিনি ঢাকায় ফিরে যাবেন।
×