ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

প্রকাশিত: ০৬:২৭, ১৭ নভেম্বর ২০১৫

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

১. কিসের ভিত্তিতে সরকারকে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় দু’ভাগে ভাগ করা হয়েছে? ক) ক্ষমতা প্রয়োগ খ) আঞ্চলিক ক্ষমতা বণ্টন গ) আইন প্রয়োগ ঘ) প্রশাসনিক কাঠামো ২. নেতৃত্বের কৌশলের উপাদান কয়টি? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ৩. গণতান্ত্রিক শাসব্যবস্থার মূলকথা কী? ক) রাজনৈতিক ব্যক্তিদের পরিচালিত শাসন খ) জনমতের ভিত্তিতে পরিচালিত শাসন গ) জনগণের সরাসরি অংশগ্রহণে শামসন ঘ) শিক্ষিত ব্যক্তির দ্বারা শাসন ৪. সর্বজনীন মূল্যবোধ হলোÑ র. সততা রর. ন্যায়পরায়ণতা ররর. পরোপকার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৫. বিবর্তনের কোন পর্যায়ে গ্রিসে নগররাষ্ট্রের উদ্ভব ঘটে? ক) প্রথম খ) দ্বিতীয় গ) তৃতীয় ঘ) চতুর্থ ৬. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি সম্পর্কে সংবিধানের কততম অনুচ্ছেদে আলোচনা হয়েছে? ক) একাদশ খ) দশম গ) সপ্তম ঘ) নবম ৭. সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে তাকে কী হিসেবে চিহ্নিত করা হয়? ক) মূল্যবোধের সঠিক প্রয়োগ খ) মূল্যবোধের অবক্ষয় গ) সামাজিক অসমতা ঘ) ন্যায়বিচারের অভাব ৮. 'ঘধঃরড়হ' শব্দটির বাংলা কোন অর্থে ব্যবহৃত হবে- ক) জাতীয়তা খ) জাতি গ) জন্ম ঘ) মৃত্যু ৯. গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কী? ক) সবকিছু রিপোর্টিং করার স্বাধীনতা খ) সরকারের স্বার্থ তুলে ধরা গ) জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা ঘ) রাজনীতিকদের অবস্থা তুলে ধরা ১০. এক মার্কিন গবেষক দেশপ্রেম সম্পর্কে যে ধারণা দিয়েছিল তা হলোÑ র. দেশপ্রেম সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন কাজ করতে শক্তি যোগায় রর. দেশপ্রেম মানুষকে প্রকৃত ভালোবাসতে শেখায় ররর. দেশপ্রেম অন্যের বিপদকে নিজের মনে করতে শেখায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ১১. আমলাদের সহজে পতন হয় না। এর যথার্থ কারণ কী? ক) স্থায়ী পদ বলে খ) সরকার সমর্থক বলে গ) জনগণ সমর্থিত বলে ঘ) অরাজনৈতিক বলে ১২. কোনো রাষ্ট্র এবং জনগণের মধ্যে সম্পর্ক কেমন হবে তার নিদের্শক কোনটি? ক) রাজনৈতিক নেতৃত্ব খ) সুশাসন গ) আমলাতন্ত্র ঘ) চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ১৩. জাতিসংঘের ঘোষণায় কত নং ধারায় প্রত্যেকের বিশ্রাম ও অবসর বিনোদনের কথা বলা হয়েছে? ক) ধরা-৭ খ) ধারা-১৭ গ) ধারা-২৪ ঘ) ধারা-২৬ ১৪. স্বাধীনতা বাস্তবায়নের জন্যে কিসের প্রয়োজন? ক) সাম্যের খ) নৈতিকতার গ) মূল্যবোধের ঘ) আইন প্রয়োগের ১৫. রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা নাগরিকের কোন কর্তব্য? ক) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন খ) রাষ্ট্রের আইন মান্য করা গ) যথাযথভাবে কর প্রদান ঘ) সততার সাথে ভোট দান ১৬. ফরাসি বিপ্লব ঘটায় কারা? ক) রাজা খ) অভিজাতশ্রেণি গ) চার্চ ঘ) জনগণ ১৭. কোনটি পৌরনীতি ও সুশাসনের পরিধির অন্তর্ভুক্ত হতে পারে? ক) রাষ্ট্রীয় বাজেট খ) বিশ্ব নাগরিকতার ধারণা গ) সামাজিক বিবর্তন ঘ) প্রেষণা ১৮. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক একটি দুর্নীতি জরিপকারী প্রতিষ্ঠান? ক) জাপান খ) জাম্বিয়া গ) জাার্মানি ঘ) জায়ার ১৯. জনমতের সংজ্ঞায় সংখ্যালঘুদের চিহ্নিত করেছেন কে? ক) বেন্থাম খ) জিন্সবার্গ গ) লাওয়েল ঘ) কিম্বল ইয়ং ২০. বাংলাদেশে জনগণ কাকে নির্বাচিত করে শাসনকার্যে অংশ নেয়? ক) মন্ত্রিসভার সদস্য খ) স্পিকার গ) সংসদ সদস্য ঘ) প্রধানমন্ত্রী সঠিক উত্তর : ১. (খ) ২. (গ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (খ) ৬. (ঘ) ৭. (খ) ৮. (খ) ৯. (গ) ১০. (ঘ) ১১. (ক) ১২. (খ) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (খ) ১৮. (গ) ১৯. (গ) ২০. (গ)
×