ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিল পাস ॥ পূর্বানুমতি ছাড়া বিদেশী বিয়ে করলে চাকরিচ্যুতি

প্রকাশিত: ০৮:০০, ১৭ নভেম্বর ২০১৫

বিল পাস ॥ পূর্বানুমতি ছাড়া বিদেশী বিয়ে করলে চাকরিচ্যুতি

সংসদ রিপোর্টার ॥ পূর্বানুমতি ছাড়া বিদেশী নাগরিক বিয়ে করলে চাকরিচ্যুত হবেন সরকারী কর্মচারীরা। এমনকি বিয়ের জন্য বিদেশী নাগরিককে প্রতিশ্রুতিও দেয়া যাবে না। এর জন্যও রাষ্ট্রপতির কাছে অনুমতি নিতে হবে। এসব বিধান রেখে সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে গণকর্মচারী (বিদেশী নাগরিকের সঙ্গে বিবাহ) বিল, ২০১৫। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) বিল, ২০১৫ এবং রেলমন্ত্রী মুজিবুল হক রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল, ২০১৫ উত্থাপন করেছেন। বিলটি দুটি পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিদেশী নাগরিকদের সঙ্গে বিবাহ বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। পাস হওয়া বিলে বলা হয়েছে, অন্য কোন আইনে যা-ই থাকুক না কেন, কোন গণকর্মচারী অনুমতি ছাড়া কোন বিদেশী নাগরিককে বিয়ে করলে তাকে বিধি লঙ্ঘনের দায়ে চাকরিচ্যুত করা যাবে। অনুমতি পাওয়ার পরই কেবল বিয়ে করা যাবে বা প্রতিশ্রুতি দেয়া যাবে।
×