ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে ওয়াইফাই চালু করবে গ্রামীণফোন

প্রকাশিত: ০৮:০৮, ১৭ নভেম্বর ২০১৫

বিনামূল্যে ওয়াইফাই চালু করবে গ্রামীণফোন

সারাদেশে গ্রাহকদের জন্য বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ চালু করবে গ্রামীণফোন। এ লক্ষ্যে চলতি বছরের মধ্যে প্রাথমিকভাবে দেশের গুরুত্বপূর্ণ ৩০টি স্থানে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করবে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে একটি পরীক্ষামূলক প্রকল্পের অধীনে প্রথম তিন মাস গ্রাহকরা বিনা খরচে ওয়াইফাই সেবা গ্রহণ করতে পারবেন। গ্রামীণফোন গ্রাহকরা ওয়াইফাই হটস্পট জোনে তাদের মোবাইলের ওয়াইফাই চালু করলে ‘জিপি ওয়াইফাই’ নামে একটি এসএসআইডি দেখতে পাবেন। ‘জিপি ওয়াইফাই’-এ যুক্ত হওয়ার পর তার গ্রামীণফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই পর্যায়ে তারা একটি এসএমএস পাবেন, যা তাকে ওয়াইফাই ব্যবহার করতে দেবে। দেশের অন্যতম বৃহৎ আইএসপি আমরা নেটওয়ার্ক এই উদ্যোগে গ্রামীণফোনকে কারিগরি সহায়তা দেবে। Ñবিজ্ঞপ্তি। আইফোন সিক্স-এস ও সিক্স-এস প্লাস আনল রবি দেশের বাজারে সম্প্রতি আইফোন সিক্স-এস ও সিক্স-এস প্লাস এনেছে মোবাইল ফোন অপারেটর রবি। এখন রবি’র গ্রাহকও আইফোনের সর্বশেষ ফিচারগুলো উপভোগ করতে পারবেন। হ্যান্ডসেট রবি সেবাকেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে এক বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিং। আইফোন-সিক্স এস হ্যান্ডসেটের (১৬ জিবি) মূল্য ৭১ হাজার ৪৯৯ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ ৫ হাজার ১২৫ টাকা। আইফোন সিক্স-এস (৬৪ জিবি) ও সিক্স-এস প্লাস (১৬ জিবি) হ্যান্ডসেটের মূল্য ৮১ হাজার ৯৯৯ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ হবে ৬ হাজার টাকা। অন্যদিকে আইফোন সিক্স-এস প্লাস (৬৪ জিবি) হ্যান্ডসেটের মূল্য ৯২ হাজার ৯৯৯ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ ৬ হাজার ৯১৭ টাকা। প্রতিটি হ্যান্ডসেটের ক্ষেত্রে সমান হারে ১২ মাসের জন্য কিস্তি প্রযোজ্য এবং এ হ্যান্ডসেটগুলো কেনার সময় ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে। -বিজ্ঞপ্তি। দ্য ডেইলি স্টার আইসিটি এ্যাওয়ার্ডস প্রদানের ঘোষণা স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে ‘দ্য ডেইলি স্টার আইসিটি এ্যাওয়ার্ডস’ প্রদানের ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), মাইক্রোসফট এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় প্রথমবারের এ পুরস্কার প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়ন ফর্ম যাচাই-বাছাই শেষে আগামী বছরের ১৬ জানুয়ারি জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেয়া হবে। সোমবার রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রদানের এ ঘোষণা দেয়া হয়।
×