ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কদমতলীতে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০৯:০০, ১৭ নভেম্বর ২০১৫

কদমতলীতে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীতে গৃহবধূ নূর জাহান হত্যার ঘটনায় তার স্বামী নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে চাঁদপুর জেলা সদরের ষোলঘর দর্জিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। গাবতলীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, কদমতলী থানার ওসি জানান, ১৩ অক্টোবর সকালে জুরাইন ১৫৮৭/২ নম্বর শিকদার ভিলার নিচ তলায় ভাড়া বাসায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নূর জাহানকে গলা টিপে হত্যা করে তার স্বামী নাছির। এ ঘটনায় নূর জাহানের বাবা কদমতলী থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর ৪৭ (১০)১৫। ওসি জানান, ওদিন নূর জাহানকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রেখে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান তার স্বামী নাছির। পরে ১৯ অক্টোবর মরদেহ পচে গন্ধ বের হলে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ নূর জাহানের মরদেহ উদ্ধার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আসামি নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়। দুর্ঘটনায় ব্যাংকারের মৃত্যু ॥ গাবতলীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান জানান, সোমবার সন্ধ্যায় ছয়টার দিকে গাবতলীর মাজার রোডের মাথায় পুলিশ বক্সের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির মৃতদেহ ও একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। রাতে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ওসি সেলিমুজ্জামান আরও জানান, শুনেছি, ওনি এনসিসি ব্যাংকের এক কর্মকর্তা। নাম ঠিকানা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যাত্রীবাহী কোন বাসের চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।
×