ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইএস ধ্বংসে ওঁলাদের প্রতিজ্ঞা

প্রকাশিত: ১৮:২৭, ১৭ নভেম্বর ২০১৫

আইএস ধ্বংসে ওঁলাদের প্রতিজ্ঞা

অনলাইন ডেস্ক ॥ আইএসকে ধ্বংস করবেন বলে প্রতিজ্ঞা করেছেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদ। দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে গতকাল সোমবার রাতে পার্লামেন্টের উভয় কক্ষে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। ওঁলাদ বলেন, ‘ফ্রান্স আইএস-এর বিরুদ্ধে ইরাক এবং সিরিয়ায় বিমান হামলা আরও জোরদার করবে।’ দেশের নিরাপত্তা বাড়ানোর জন্য আরও দুই হাজার অতিরিক্ত পুলিশ নিয়োগ এবং জরুরি অবস্থা আরও তিন মাস বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণা দেন ওঁলাদ। তিনি বলেন, ‘সিরিয়া হচ্ছে সন্ত্রাসী তৈরির কারখানা। আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি বারবারই দেখেছে।’ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে উল্লেখ করে ওঁলাদ বলেন, ‘যে সব বিদেশী তাদের নিরাপত্তার জন্য হুমকি তাদের চিহ্নিত করে দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া তরান্বিত করা হবে বলে।’
×