ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্পেনে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ১৮:৩৯, ১৭ নভেম্বর ২০১৫

স্পেনে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন ডেস্ক ॥ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ দেশটির বর্তমান ও সাবেক সাত শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্পেনের একটি আদালত। স্প্যানিশ ন্যাশনাল কোর্ট বিচারক হোসে দ্য লা মাতা ২০১০ সালে একটি নৌবহরে হামলার মামলায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছে । ২০১০ সালে সহযোগিতা দিতে একটি স্বেচ্ছাসেবক দল নৌপথে গাজা উপত্যকায় পৌঁছানোর চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী তাদের ওপর হামলা চালায়। ওই বহরে পাঁচশ যাত্রী ছিলেন, যাদের সবাই স্বেচ্ছাসেবক। ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের মধ্যে নয়জনের মৃত্যু হয়। গত বছর এ ঘটনায় দায়ের করা মামলায় স্থগিতাদেশ দেন বিচারক হোসে দ্য লা মাতা। তবে এ বছর আবারও শুনানি শুরু হয় এ মামলায়। এরই এক পর্যায়ে নেতানিয়াহু ও অপর ছয় ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। এর ফলে স্পেনে পা রাখা মাত্র গ্রেফতার হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রীসহ অভিযুক্ত বাকিরা।
×