ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় মা ও শিশু উন্নয়ন বিষয়ক বার্ষিক কর্মশালা

প্রকাশিত: ২১:২৮, ১৭ নভেম্বর ২০১৫

গাইবান্ধায় মা ও শিশু উন্নয়ন বিষয়ক বার্ষিক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ জেলা পর্যায়ের মা ও শিশু উন্নয়ন বিষয়ক বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬ প্রণয়ন কর্মশালা মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু চৌধুরী, উপ-পরিচালক স্থানীয় সরকার মোখলেছুর রহমান, ইউনিসেফ কর্মকর্তা শেখ মাসুদুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা প্রমুখ। খসড়া বার্ষিক কর্মপরিকল্পনা সেক্টর ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী। কর্মশালায় ফুলছড়ি ও পলাশবাড়ি উপজেলার মা ও শিশু পরিস্থিতি পর্যালোচনা ও সমস্যা উত্তরণের সম্ভাব্য উপায় উপস্থাপিত হয়। এই কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করে। কর্মশালায় মা ও শিশুর উন্নয়ন বিষয়ক ২০১৬ সালের একটি খসড়া বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়।
×