ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালের একটি আশ্রয়ণ প্রকল্পের ১’শ বাসিন্দাদের ঘরে বিদ্যুতের আলো

প্রকাশিত: ২৩:১৪, ১৭ নভেম্বর ২০১৫

বরিশালের একটি আশ্রয়ণ প্রকল্পের ১’শ বাসিন্দাদের ঘরে বিদ্যুতের আলো

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রতিষ্ঠার ১৫ বছর পর জেলার আগৈলঝাড়া উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ১’শ বাসিন্দাদের গৃহে সোমবার রাতে কাঙ্খিত বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ফলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। জানা গেছে, উপজেলার পয়সারহাট নদীর তীরবর্তী বাগধা ও বাকাল ইউনিয়নের সীমান্তবর্তী পয়সারহাট-গোপালসেন মৌজায় বাংলাদেশ নৌ-বাহিনীর সহায়তায় ২০০০ সালে নির্মাণ করা হয় আশ্রয়ন প্রকল্পটি। শুরু থেকে ১০টি শেডে উপজেলার ৫টি ইউনিয়নের ১’শ ভূমিহীন ও দুঃস্থ পরিবার এ আশ্রয়ন প্রকল্পে বসবাস করে আসছেন। দীর্ঘদিন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বিদ্যুৎ সংযোগের আশায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েও কোন সুফল পাননি। দীর্ঘদিন অপেক্ষায় পর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর অক্লান্তিক চেষ্ঠায় অবশেষে সোমবার রাতে আশ্রয়ন প্রকল্পের বিদ্যুৎ সংযোগের উদ্বোধণ করা হয়। বরিশাল পল্ল¬ী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন আগৈলঝাড়া পল্ল¬ী বিদ্যুৎ জোনাল অফিসের উদ্যোগে এক’শ পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবাশ্বের হোসেন, প্রকৌশলী আব্দুল আলিম, শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, যুবলীগ নেতা ফিরোজ শিকদার, ইউপি সদস্য হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ।
×