ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ইমামদের সাথে পুলিশের মত বিনিময় সভা

প্রকাশিত: ২৩:৫১, ১৭ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে ইমামদের সাথে পুলিশের মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে জঙ্গীবাদ, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও মাদক বিরোধী র‌্যালী ও মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে জেলার সকল ইমাদের নিয়ে এক ব্যতিক্রমী র‌্যালী বের করে জেলা পুলিশ। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আনিছ-উজ-জামান আনিছ, আতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার আব্দুল কাদের মোল্লা, সার্কেল এস পি ইমদাদ হোসেন, ট্রাফিক এ এসপি কামরুজ্জামান, থানা আলীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রমুখ। এ সময় ৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুনাসীগঞ্জ জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ২১০ জন ইমাম উপস্থিত ছিলেন। সভায় জঙ্গীবাদ, ধর্মান্ধতা ও মাদক নির্মূল সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশন দিনব্যাপী এই মতবিনিময় সভার আয়োজন করে।
×