ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পার্থ টেস্ট ড্র ॥ রানের বন্যা

প্রকাশিত: ২৩:৫৩, ১৭ নভেম্বর ২০১৫

পার্থ টেস্ট ড্র ॥ রানের বন্যা

অনলাইন ডেস্ক ॥ পার্থে অনুষ্ঠিত অস্টেলিয়া নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ড্র হয়েছে। ৫ম দিনে লাঞ্চের পর আরও এক ঘন্টা ব্যাটিং করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩৮৫ রানে ইনিংস ঘোষনা করে। তাই নিউজিল্যান্ডকে শেষ ৫০ ওভারে জিততে হলে করতে হতো ৩২১ রান। বৃষ্টির জন্য খেলায় কিছুটা বিঘœ সৃষ্টি হয়। নিউজিল্যান্ড ২৮ ওভারে ২ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে। এই সময় আমাম্পায়ার ম্যাচটি ড্র ঘোষনা করেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ৫৫৯ করে ইনিংস ঘোষনা করে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ৬২৪ রান। এই ম্যাচেই বেশ কিছু রেকড সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ার মিচেল জনসক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। জনসন ৭৩ টেস্টে ৩১৩ উকেট ও ১৫৩ ওয়ানডেতে ২৩৯ উইকেট পেয়েছেন। টেস্টে ১ সেঞ্চুরি সহ তার রান ২০৩৪ ও ওয়ানডেতে রান ৯৬১। পাঁচ দিনের টেস্টে দুই দল মোট ৪১৮ ওভার খেলে ১৬৭৭ রান করে। উইকেট পড়েছে ১৯ টি। ২ ডাবল সেঞ্চুরি সহ মোট সেঞ্চুরি হয়েছে ৬ টি। ২৯০ রান কলে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টেইলর ।
×