ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রকাশিত: ০১:৩২, ১৭ নভেম্বর ২০১৫

তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্টাফ রিপোর্টার॥ খাদ্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয়কারী যন্ত্র সংগ্রহ না করায় তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, খাদ্য ও স্বাস্থ্য সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২০১৪ সালে খাদ্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয়কারী ‘জেড ৩০০’ মডেলের ‘ফরমালডিহাইড মিটার’ যন্ত্রকে সরকারের দুটি প্রতিষ্ঠান সঠিক যন্ত্র নয় বলে আদালতে প্রতিবেদন দাখিল করে। সে থেকে এ শূন্যতা বিরাজ করছে। যদিও ‘সঠিক’ যন্ত্র আমদানি করতে নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলেন আদালত।
×