ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেসিক ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০১:৩৩, ১৭ নভেম্বর ২০১৫

বেসিক ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার।। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে বোর্ড সভার সদস্যদের মামলায় অন্তভুক্ত করতে দুদক চেয়ারম্যানকে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুদকের চেয়ারম্যান,অর্থ মন্ত্রণারয়ের সচিব,বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে আাগমী চার সপ্তাহের মধ্যে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনের শুনানি করে হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালত সোমবার রুল জারি করলেও মঙ্গলবার বিষয়টি সাংবাদিকদের জানান,রিটকারীর আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। এর আগে গত বৃহস্পতিবার নোয়াখালীর হারুনর রশিদ নামে জৈনক এক ব্যাক্তি এ বিষয়ে রিট দায়ের করেন।
×