ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামীকাল বাংলাদেশ-সৌদি যৌথ কমিশনের বৈঠক

প্রকাশিত: ০১:৩৫, ১৭ নভেম্বর ২০১৫

আগামীকাল বাংলাদেশ-সৌদি যৌথ কমিশনের বৈঠক

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ কমিশনের বৈঠক বুধবার ঢাকায় শুরু হবে। বৈঠকে সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সৌদি শ্রম উপমন্ত্রী ড. আহমেদ বিন ফাহ্দ এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুই দেশের মধ্যে ১১তম এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে, বাংলাদেশ হতে সৌদি আরবে চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন ধরনের দক্ষ ও অদক্ষ পুরুষ ও নারী কর্মী পাঠানো, ব্যবসায়-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানী, বিমান চলাচল, ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, ক্রীড়া, ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি। এছাড়া বাংলাদেশ হতে তৈরী পোশাকসহ অন্যান্য সামগ্রী সেদেশে রপ্তানী ও সৌদি আরব হতে সার আমদানীর বিষয়টি বৈঠকে প্রাধান্য পাবে। বৈঠকে যোগ দিতে ২৫ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের সৌদি প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে। সৌদি প্রতিনিধি দল আগামী শুত্রবার স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা লাভের পর দুদেশের মধ্যে অনুষ্ঠিত যৌথ কমিশনে এটাই হলো সর্ববৃহৎ সৌদি প্রতিনিধি দল।
×