ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামুদ্রিক মাছ আমদানি বন্ধ হচ্ছে

প্রকাশিত: ০১:৩৫, ১৭ নভেম্বর ২০১৫

সামুদ্রিক মাছ আমদানি বন্ধ হচ্ছে

জসিম উদ্দিন ॥ দেশের চাহিদার তুলনায় মাছ উৎপাদন এখনও কম। যদিও বিশ্ব খাদ্য সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ি বাংলাদেশ বিশ্বে মাছ উৎপাদনে চতুর্থ। ঘাটতি মেটাতে তাই আমদানি করতে হয়। যা বাজার বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি প্রোটিন চাহিদা পূরণেও ভূমিকা রাখে। এমন যখন অবস্থা তখনই সামুদ্রিক মাছ আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে মৎস অধিদফতর। আজ বুধবার মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা বিবেচনায় সরকারের মৎস বিভাগের অনেক কর্মকর্তাই এ সিদ্ধান্তের বিরোধীতা করেছেন। মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সূত্র জানায়, সামুদ্রিক মাছ আমদানি বন্ধ করতে মৎস অধিদফতরের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ ফিস ইম্পোটার্স এসোসিয়েশন। সংগঠনটির সভাপতি আশরাফ হোসেন মাসুদ ১৫ নবেম্বর মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রীকে দেওয়া এক চিঠিতে সামুদ্রিক মাছ আমদানি বন্ধ করার পরিবর্তে এর মান যাচাই করতে সরকারি ল্যাবে পরীক্ষা করে স্থানীয় বাজারে ছাড়া দাবি করেন। এতে ‘সরকার বিরোধী মনোভাব’ সৃষ্টি হতে পারে। আশরাফ হোসেন মাসুদ বলেন, মাছ আমদানি বন্ধ করলে স্থানীয় বাজারে সামুদ্রিক মাছের দাম কয়েকগুণ বাড়তে পারে। যা নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ওপর প্রভাব ফেলবে। এছাড়া মাছ আমাদানি থেকে সরকার যে পরিমান রাজস্ব পায় তা বন্ধ হয়ে যাবে।
×