ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে ভেজাল চাটনি কোম্পানির মালিককে ৭৫ হাজার জরিমানা

প্রকাশিত: ০১:৩৭, ১৭ নভেম্বর ২০১৫

নাটোরে ভেজাল চাটনি কোম্পানির মালিককে ৭৫ হাজার জরিমানা

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে ভেজাল চাটনি তৈরী এবং বিপননের অপরাধে দুইটি ভুয়া চাটনি কোম্পানির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে শহরের বড়গাছা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এবং এলাকাবাসী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের যৌথ বাহিনীসহ নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান শহরের বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে দুইটি ভেজাল চাটনি কোম্পানির সন্ধান পায় । অভিযানকালে নামি কোম্পানির ভুয়া স্টিকার, বিএসটিআই-এর ভুয়া স্টিকার, র‌্যাপিং পেপার, মরিচ, রংসহ চাটনি তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে নির্বাহি ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ভেজাল চাটনি তৈরী এবং বিপননের অপরাধে ভেজাল চাটনি কোম্পানির মালিক জহির উদ্দিনকে ৫০ হাজার টাকা এবং অপর মালিক রাবেয়া বেগমকে ২৫ হাজার টাকা জরিমানা এবং উদ্ধারকৃত সংঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
×