ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিল্লিতে আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হচ্ছে বুধবার, ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ০১:৩৮, ১৭ নভেম্বর ২০১৫

দিল্লিতে আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হচ্ছে বুধবার, ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, নয়া দিল্লি থেকে ॥ ভারতের নয়া দিল্লিতে আন্তর্জাতিক শিশু নাট্যোৎসব বুধবার শুরু হচ্ছে। এই নিয়ে চলছে এখন চূড়ান্ত প্রস্তুতি। সন্ধ্যা ৬টায় লোককলা মঞ্চে শুরু হবে দু’দিন ব্যাপী এই উৎসব। এতে বাংলাদেশসহ আটটি দল অংশ নিচ্ছে। এতে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার “অন্বেষণ বিক্রমপুর” রয়েছে। দলটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরবে “মৃত্তিকার ফুল” নামের এই নাটকে। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী। একটানা ৪০ মিনিটের এই নাটকে একক অভিনয় করবে নিপা আক্তার। মিউজিক ডাইরেক্টরের দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম সাইফ। লাইড ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন আনিছুর রহমান শিপলু। পাঁচ সদস্যের বাংলাদেশ দল মঙ্গলবার দিল্লিতে পৌছেছে। অন্বেষণ বিক্রমপুরের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল জানান, এই উৎসবে সংস্কৃতির মেল বন্ধণ ছাড়াও দেশজ সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে। নিপা (ন্যাশনাল ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস) এই আয়োজন করেছে। আয়োজক সংগঠনটির সাধারণ সম্পাদক বিএমডি আগারওয়াল জানান, নিপা’র এই নাট্যোৎসব আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাকর আসনে রয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে ‘নিপা’ নিয়মিত নাট্যোৎসব করে যাচ্ছে। দু’দিন ব্যাপী এই নাট্যোৎসব বুধবার সন্ধ্যা ৬টায় লোককলা মঞ্চে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
×