ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিমটেক্সের লেনদেন শুরু ২৩ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৩:৪৯, ১৮ নভেম্বর ২০১৫

সিমটেক্সের লেনদেন শুরু ২৩ সেপ্টেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি আইপিওতে আসা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ২৩ নবেম্বর সোমবার। কোম্পানিটি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে আরও না গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেডিং কোড হবে ঝওগঞঊঢ। আর ডিএসইতে কোম্পানি কোড হবে- ১৭৪৬৯। এর আগে গত ১০ নবেম্বর মঙ্গলবার আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। প্রসঙ্গত, গত ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ লটারি ড্র অনুষ্ঠিত হয়। সূত্রে জানা গেছে, কোম্পানিটি প্রাথমিক শেয়ারহোল্ডার নেয়ার জন্য গত ৬ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবদেন গ্রহণ করে। দেশী ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এ সময় নির্ধারণ করা হয়। আরও জানা গেছে, আইপিও আবেদন শেষ হওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লিমিটেডের ১৬ দশমিক ৫১ গুণ আবেদন জমা পড়ে।
×