ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ কাউন্সিলের ক্যারিয়ার সামিট শনিবার

প্রকাশিত: ০৩:৫৩, ১৮ নভেম্বর ২০১৫

ব্রিটিশ কাউন্সিলের ক্যারিয়ার সামিট শনিবার

ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল এডুকেশন মার্কেটিংয়ের আয়োজনে আগামী ২১ নবেম্বর ফুলার রোডে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার সামিট ২০১৫’। এ সামিট দেশের বিভিন্ন শিল্পখাতের বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাজ্য থেকে স্নাতক ডিগ্রীধারীদের সংযুক্ত করে দেয়ার মাধ্যমে তাদের দেশে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ করে দেবে। সামিটে সকল প্রতিষ্ঠানের নিজ নিজ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পেশাগত জীবন নিয়ে উচ্চাকাক্সক্ষীদের একটা বড় অংশ যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যালামনাই। বাংলাদেশে ফিরে তারা দেশেই তাদের সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তুলতে চান। এই ‘ক্যারিয়ার সামিট’-এর লক্ষ্য এসব উচ্চাকাক্সক্ষী ও সম্ভাবনাময়দের পেশাদারী ভবিষ্যৎ গঠনে সহায়তা করা এবং সরাসরি সাক্ষাতকারের মাধ্যমে যোগ্যদের নিয়োগ দেয়ার ক্ষেত্রে নিয়োগদাতাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। -অর্থনৈতিক রিপোর্টার ভারতে বিনিয়োগ ভাল অবস্থায় বিশ্ব অর্থনৈতিক অস্থিরতার পরও চলতি বছর ভারতের কৃষিখাত এবং ব্যক্তিখাতে বিনিয়োগ ভাল অবস্থায় রয়েছে। এ কারণে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ভারতের জন্য বেশ সহজ বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি। এছাড়া মন্দ ঋণের পরিমাণ কমাতে নেয়া পদক্ষেপগুলো ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মুম্বাইতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। -অর্থনৈতিক রিপোর্টার
×