ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ৪০ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৪:০৩, ১৮ নভেম্বর ২০১৫

কিশোরগঞ্জে ৪০ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) কেন্দ্রীয় বিতরণ অঞ্চল-ময়মনসিংহের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ট্রাক বৈদ্যুতিক সরঞ্জাম জব্দসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে এ সময় ৪০টি অবৈধ সংযোগ। পুলিশের সহায়তায় ময়মনসিংহ বিদ্যুত আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুবিনা পারভীনের নেতৃত্বে মঙ্গলবার বিদ্যুত বিভাগের কর্মকর্তারা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ও ভাগলপুর এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে। পিডিবির স্থানীয় কর্মকর্তারা জানান, বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সারোয়ার আলমের মালিকানাধীন স্থাপনায় মাত্র ২০ কিলোওয়াট লোড অনুমোদন নিয়ে অবৈধভাবে হুকিং করে প্রায় ১০০ কিলোওয়াট লোড ব্যবহার করা হচ্ছিল। অভিযানকালে এই স্থাপনা থেকে অটোরিক্সার ৫৩টি চার্জার জব্দ করা হয়। এছাড়া স্থাপনায় স্থাপিত মিটারের ইনকামিংয়ে হুকিং করার আলামত পায় ভ্রাম্যমাণ আদালত। সরারচর ও ভাগলপুরের অভিযানকালে এ রকম ৩০০ অটোরিক্সার চার্জার, সার্ভিস তার ও মিটারসহ এক ট্রাক বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়। বিচ্ছিন্ন করা হয় ৪০টি অবৈধ বৈদ্যুতিক সংযোগ। হুকিং ও মিটারবিহীন এসব সংযোগ চলছিল সরাসরি ও বাইপাসের মাধ্যমে। এ রকম অভিযোগে ৩৫ গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পিডিবির কেন্দ্রীয় বিতরণ অঞ্চল ময়মনসিংহের প্রধান প্রকৌশলী ফখরুজ্জামান জানান, সিস্টেম লস কমিয়ে রাজস্ব আয় বাড়াতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার এ অভিযান পরিচালনা করে। ফারইস্ট ইন্টারন্যাশনাল ভার্সিটিতে সেমিনার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সোমবার সকালে কোয়ালিটি রিক্রুটমেন্ট ইন দ্য সার্ভিস অব দ্য রিপাবলিক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ইকরাম আহম্মেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ কে এম আহসানুল হোসাইন, প্রভাষক ইংরেজী বিভাগ ও মিস ফারহা বিনতে ইসলাম, এইস. আর. অফিসার ইকবাল মাহমুদ, সাবেক সিনিয়র সচিব ও উপদেষ্টা ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি নর্দান ভার্সিটিতে প্রতিনিধি দল সোমবার সকালে নর্দান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে আসেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের প্রতিনিধিদল। প্রতিনিধিদল আশকোনায় অবস্থিত নর্দান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, বিভিন্ন ফ্যাকালটি ও ল্যাব পরিদর্শন করে। এছাড়া নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের হেড অব কোলাবোরেশন হার্টফোর্ডশায়ার ব্যবসায় স্কুল এলান ডেলিস্টন ও ইংল্যান্ডের পিয়ারসন কোয়ালিফিকেশন ইন্টারন্যাশনাল এর হেড অব লরেন্ট লেমাট্রি। -বিজ্ঞপ্তি
×