ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যাঙ্গালুরু টেস্টে খেলছে বৃষ্টি

প্রকাশিত: ০৫:৩৭, ১৮ নভেম্বর ২০১৫

ব্যাঙ্গালুরু টেস্টে খেলছে বৃষ্টি

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ- ব্যাঙ্গালুরু টেস্টে বৃষ্টিতে ভেস্তে গেছে টানা তিন দিনের খেলা। সব মিলিয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট এখন নিশ্চিত ড্রর পথে। সুতরাং চার টেস্টের দীর্ঘ এই সিরিজে ১-০তে এগিয়ে থেকে নাগপুরের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বিরাট কোহলির ভারত। চিন্মাস্বামী স্টেডিয়ামে বৃষ্টি থাবা বসাবে, এমন পূর্বাভাস আবহাওয়া দফতর আগেই দিয়েছিল। তাই বলে টানা তিনটা দিনই নষ্ট হবে এমনটা ভাবা যায়নি। প্রথম দিনের খেলা হলেও দ্বিতীয় দিন থেকে ব্যাঙ্গালুরুর আকাশজুড়ে বৃষ্টি। এই তিন দিনে একটি বলও মাঠে গড়ায়নি। প্রথম দিন সকালে টস জিতে বোলিং নিয়েছিলেন ভারত অধিনায়ক কোহলি। রবিচন্দ্রন অশ্বিন আর রবিন্দ্র জাদেজার দুরন্ত স্পিন আক্রমণের মুখে মাত্র ২১৪ রানে অলআউট হয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। জবাবে কোন উইকেট না হারিয়ে ২২ ওভারে ৮০ রান তোলে স্বাগতিকরা। এরপর থেকে খেলছে বৃষ্টি। আকমলের অস্বীকার স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানী তারকা উমর আকমল। বোর্ড (পিসিবি) প্রেসিডেন্ট শাহরিয়ার খান জানিয়েছেন, অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ায় তাকে বাদ দেয়া হয়েছে। তবে সেটি অস্বীকার করে উল্টো সংবাদ মাধ্যমকে দুষছেন ‘ক্রেজী ’এই ক্রিকেটার। এই ঘটনায় তিনি খুবই ব্যথিত ও ক্ষুব্ধ বলেও জানিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কায়েদ-ই-আজম ট্রফি চলাকালে হায়দ্রাবাদে নিষিদ্ধ ‘মুজরা পার্টি’তে যোগ দেন আকমল। সেখানে এক নারীর ওপর নির্যাতন চালানোর অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হন বলেও খবর প্রকাশিত হয়। তার পরপরই দল থেকে বাদ পড়েন তিনি। আকমল বলেন, ‘মুজরা পার্টিতে যাওয়াটা হয়তো ঠিক হয়নি। এজন্য আমি দুঃখিত। তবে একই সঙ্গে নারী নির্যাতনের খবরটি সম্পূর্ণ মিথ্যা, এটি সংবাদ মাধ্যমের বানানো। যা আমি ও আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করেছে।’
×