ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মঞ্জুর হাসান মিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:৪০, ১৮ নভেম্বর ২০১৫

মঞ্জুর হাসান মিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বুধবার সাবেক আন্তর্জাতিক ফুটবলার, দীর্ঘদিনের ক্লাব ক্রিকেটার ও বরেণ্য ক্রীড়া ধারাভাষ্যকার মঞ্জুর হাসান মিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী। ঐ দিন বাদ মাগরিব মরহুমের বকশীবাজারের বাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের এতে শরীক হতে অনুরোধ করা হয়েছে। মঞ্জুর হাসান মিন্টু ১৯৫৮ সালে টোকিও এশিয়ান গেমস ফুটবলে গোলরক্ষক হিসেবে তদানীন্তন পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেন। তারই অধিনায়কত্বে ১৯৬০ সালে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে শেষবারের মত চ্যাম্পিয়ন হয়। ঢাকা ক্রিকেট লীগে তিনি সিকি শতাব্দীরও বেশি সময় খেলেন বিবিসি ও ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের হয়ে। এছাড়া মনোমুগ্ধকর ক্রীড়া ধারাভাষ্যকার মিন্টুকে একজন বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্বে পরিণত করে। তিনি সরকারী কর্মকর্তা ছিলেন এবং ইনকামট্যাক্স কমিশনার হিসেবে অবসরে যান। গত বছর ভারতের আজমীর শরীফ জিয়ারত করতে গিয়ে জয়পুরের এক হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। -বিজ্ঞপ্তি
×