ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার

প্রকাশিত: ০৬:৪৯, ১৮ নভেম্বর ২০১৫

ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার

গত শুক্রবার প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা সত্ত্বেও সপ্তাহের প্রথম কার্যদিবসে মার্কিন পুঁজিবাজার চাঙ্গা থাকায় মঙ্গলবার এশিয়ার পুঁজিবাজারগুলোতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিবিসি এক খবরে জানিয়েছে, এদিন জাপানের বেঞ্চমার্কে নিক্কেই সূচক ১.২২ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়। এছাড়া চীনের হংকংয়ের হ্যাং সেং সূচক এদিন ১.১৫ শতাংশ দরবৃদ্ধির মধ্য দিয়ে বাজার শেষ হয়। তবে লেনদেনের শুরুতে সাংহাই কম্পোজিট সূচক কিছুটা দর হারায়। শেষ মুহূর্ত পর্যন্ত .০৬ শতাংশ দরপতনে ৩ হাজার ৬০৪.৮০ পয়েন্টে সূচক অবস্থান করে। এদিকে বোম্বে স্টক সূত্রে জানা যায়, ভারতের পুঁজিবাজারে সেনসেক্স ছিল গত দিনের তুলনায় চাঙ্গা। এ সময় পর্যন্ত সেনসেক্স .৪১ শতাংশ বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন চলে। -অর্থনৈতিক রিপোর্টার আইটিসির আইপিও লটারি ৩ ডিসেম্বর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশ টেকনোলজি কনসালন্টেস (আইটিসি) লিমিটেডের আইপিও লটারির তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির আইপিও লটারির ড্র। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ৩ ডিসেম্বর আইপিও লটারির ড্র সম্পন্ন করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হয়েছে। তবে লটারির ড্রয়ের স্থান এখনও নির্ধারণ করা হয়নি। আর জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রমনা অথবা রাওয়া কনভেনশন সেন্টারকে বেছে নেয়া হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×