ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন ফিচার নিয়ে ‘রবি কৃষিবার্তা’

প্রকাশিত: ০৬:৫৮, ১৮ নভেম্বর ২০১৫

নতুন ফিচার নিয়ে ‘রবি কৃষিবার্তা’

গ্রাহকবান্ধব ফিচার নিয়ে ‘রবি কৃষিবার্তা’ ভ্যালু এ্যাডেড সার্ভিসটি (ভ্যাস) সম্প্রতি নতুনভাবে সাজিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি। নতুন করে সাজানো ‘রবি কৃষিবার্তা’র আওতায় বর্তমান এগ্রি কল সেন্টারে আইভিআর (ইন্টারএ্যাক্টিভ ভয়েস রেসপন্স) পদ্ধতিতে রেকর্ডকৃত কৃষিবিষয়ক তথ্যাবলী পাবেন গ্রাহকরা। সেবাটি সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টাই গ্রহণ করা যাবে। এ ছাড়া কল সেন্টারের মাধ্যমে (প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা) গ্রাহকরা সরাসরি কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে সংশ্লিষ্ট তথ্যাবলী পেতে পারেন। সেবাটি গ্রহণ করার জন্য গ্রাহকদের ২৭৬৭৬ শর্ট কোড ডায়াল করতে হবে। নিবন্ধন নিশ্চিত হওয়ার পর ব্যবহারকারীরা ২৭৬৭৬ নম্বরে ডায়াল করে আইভিআর কন্টেন্ট শুনতে এবং কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার সুযোগ পবেন। এছাড়া নিবন্ধিত রবি গ্রাহকরা প্রতিদিন সকালে ২৭৬৭৬ নম্বর থেকে আবহাওয়া সংক্রান্ত রেকর্ডকৃত নির্দিষ্ট তথ্যাবলী শুনতে পারবেন। কৃষকদের জন্য বুঝতে সহজ হয় এমনভাবেই আইভিআর কন্টেন্টগুলো সাজানো হয়েছে। প্রতি সপ্তাহেই কন্টেন্টগুলো হালনাগাদ করা হবে। আইভিআর অংশে নতুন ও পূর্ববর্তী উভয় কন্টেন্টই পাওয়া যাবে। নির্দিষ্ট ঋতুর ওপর ভিত্তি করে কন্টেন্টগুলো আপলোড করা হবে। কৃষকদের উদ্দেশে বিষয়ভেদে আলাদা আলাদা কন্টেন্ট নিয়ে সাজানো হয়েছে এই ফিচারটি। সেবাটি সম্পর্কে আরও ধারণা পেতে রবির কর্পোরেট ওয়েবসাইট সাইটটি ভিজিট করা যেতে পারে। -বিজ্ঞপ্তি
×