ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেভেন সিস্টারের উন্নয়নে ভারত সহযোগিতা চেয়েছে ॥ মাতলুব

প্রকাশিত: ০৭:০৭, ১৮ নভেম্বর ২০১৫

সেভেন সিস্টারের উন্নয়নে ভারত সহযোগিতা চেয়েছে ॥ মাতলুব

স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ সেভেন সিস্টারের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের উন্নয়নে আঞ্চলিক সংযোগ স্থাপনে উদ্যোগী হয়েছে তারা। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের ব্যবসায়ী ও সরকারী প্রতিনিধিদের অংশ গ্রহণে শিলংয়ে আঞ্চলিক সংযোগ সম্মেলন শেষে মঙ্গলবার সকালে তামাবিল স্থলবন্দর হয়ে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী সেভেন সিস্টার খ্যাত সাতটি রাজ্যের উন্নয়নে ভারত বাংলাদেশের সহায়তা চেয়েছে। আমরা তাদের সহযোগিতা দেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছি। এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগ সহজতর করার জন্য শিলং-সিলেট এবং গৌহাটি-সিলেট ফ্লাইট চালু করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। সম্মেলনে এসব রাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং নৌ, রেলওয়ে ও সড়ক পরিবহনের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক শামীম আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন কিবরিয়া, ব্যবসায়ী নেতা মাসুদ আহমেদ চৌধুরী, এনামুল কুদ্দুছ, হিজকিল গুলজার, তামাবিল কয়লা, পাথর ও চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
×