ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিডিপি প্রবৃদ্ধি আগের অর্থবছরের মতোই হবে ॥ আইএমএফ

প্রকাশিত: ০৭:১২, ১৮ নভেম্বর ২০১৫

জিডিপি প্রবৃদ্ধি আগের অর্থবছরের মতোই হবে ॥ আইএমএফ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধির হার আগের অর্থবছরের মতোই হবে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক এ সংস্থার পক্ষ থেকে এই পূর্বাভাস দেয়া হয়েছে। ঢাকায় আইএমএফের আর্টিকেল ফোর মিশনের দুই সপ্তাহের সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মিশন প্রধান রডরিগো কিউবেরো বলেন, সরকারী খাতে বেতন, বিনিয়োগ ও রেমিটেন্স বাড়ার প্রভাবে চলতি ২০১৫-১৬ অর্থবছরের মূল্যস্ফীতি এবং প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি আগের ২০১৪-১৫ অর্থবছরের মতোই থাকবে বলে আশা করা হচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫ শতাংশ, মূল্যস্ফীতি ৭ শতাংশ। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিতে ইতিবাচক পরিস্থিতি বিরাজমান থাকলেও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
×