ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ছিনতাইকারীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৭:৪৯, ১৮ নভেম্বর ২০১৫

টঙ্গীতে ছিনতাইকারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৭ নবেম্বর ॥ মঙ্গলবার টঙ্গীর হোসেন মার্কেট মুক্তারবাড়ী রোড এলাকায় চিহ্নিত মোবাইল ছিনতাইকারী দলের এক সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এলাকাবাসী। নিহত ছিনতাইকারীর নাম সাজ্জাদ হোসেন বাদল (২০), তার পিতার নাম আসাদ মিয়া। মুক্তারবাড়ী রোডে তার বাড়ি। সহযোগী অন্য দুই ছিনতাইকারী রফিক ও জুয়েল পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে জানা গেছে, প্রতিনিয়ত দিনে-দুুপুরে রফিক, জুয়েল ও বাদল গ্রুপের ছিনতাইকারীদল চাপাতি দিয়ে কুপিয়ে পথযাত্রীদের মোবাইল ফোন, টাকা-পয়সা ছিনিয়ে নিত। গত কয়েকদিন পূর্বে মুক্তারবাড়ী রোড ও কলেজ গেট এলাকা থেকে ওই ছিনতাইকারীদল স্থানীয় কয়েকজনের মোবাইল ছিনতাই করে। ছিনতাইকারীদের কাছে মোবাইল ফোন ফেরত চাইতে গেলে উল্টো তারা ক্ষতিগ্রস্তদের শাসায়। এ নিয়ে এলাকায় ছিনতাইকারীদের সঙ্গে এলাকাবাসীর চরম বিরোধ দেখা দেয়। মঙ্গলবার বিকেলে ওই তিনজনের ছিনতাইকারীদল আবারও মোবাইল ছিনতাই করার সময় এলাকাবাসী ধাওয়া করে বাদলকে ধরে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার আত্মীয়স্বজনরা উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার রাত ৮টায় বাদলের মৃত্যু ঘটে। বাদলের আত্মীয় স্বজনরা জানান, নিহত বাদল ছিনতাইকারী ছিল না। সে এলাকায় ব্যবসা করত। পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী কয়েকজন তাকে ছিনতাইকারী বানিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ বিষয়ে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
×