ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুনানি শেষ সাকার রিভিউয়ের, রায়ের অপেক্ষা

প্রকাশিত: ১৮:২৮, ১৮ নভেম্বর ২০১৫

শুনানি শেষ সাকার রিভিউয়ের, রায়ের অপেক্ষা

স্টাফ রির্পোটার ॥ সালাউদ্দিন কাদের চৌধুরীর করা যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন শুনানি শেষ হয়েছে। এখন কেবল রায়ের জন্য অপেক্ষা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় এই রিভিউয়ের রায় দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। এই সময়ে আলী আহসান মো. মুজাহিদের রিভিউ আবেদনের রায় হওয়ার কথা রয়েছে। সকাল ৯টার পর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে সাকা চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। বেঞ্চের বাকি সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুরুতে সাকা চৌধুরীর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। পরে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তি তুলে ধরেন। দেড় ঘণ্টা শুনানির পর আদালত বিষয়টি রায়ের জন্য রাখে।
×