ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জয় পেল ব্রাজিল ও উরুগুয়ে

প্রকাশিত: ১৮:৩৭, ১৮ নভেম্বর ২০১৫

জয়  পেল ব্রাজিল ও উরুগুয়ে

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপ বাছাইয়ের দুটি পৃথক ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল ও উরুগুয়ে। পেরুকে ৩-০ গোলে ব্রাজিল হারিয়েছে। এবং চিলিকে ৩-০ গোলে হারায় উরুগুইয়ানরা। এছাড়া কলম্বিয়াকে ১-০ গোলে আর্জেন্টিনা, বলিভিয়াকে ২-১ গোলে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের জয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখে ইকুয়েডর। সালভাদরে খেলা শুরুর ২২ মিনিটের মাথায় উইলিয়ানের ক্রসে ব্রাজিলকে লিড এনে দেন ডগলাস কস্তা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কার্লোস দুঙ্গার শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে কস্তার পাসে ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার রেনাতো আগুস্টো। নির্ধারিত সময়ের তের মিনিট আগে পেরুর জালে বল পাঠান লেফট ব্যাক ফিলিপে লুইস। সবশেষে ব্রাজিলের খেলোয়াড়রা ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন। ২৩ মিনিটের মাথায় উরুগুয়ের অধিনায়ক দিয়েগো গোদিনের গোল করেন। বিরতির পর ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ডিফেন্ডার আলভারো পেরেইরা। এর চার মিনিট পরই মার্টিন সেসেরাসের গোলে ম্যাচ থেকে ছিটকে পড়ে চিলি।
×