ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘রায় কার্যকরের মাধ্যমে চূড়ান্ত বিজয় হবে’

প্রকাশিত: ২২:১০, ১৮ নভেম্বর ২০১৫

‘রায় কার্যকরের মাধ্যমে চূড়ান্ত বিজয় হবে’

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ‘কুখ্যাত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রিভিউর নিস্পত্তিতে তাদের রায় কার্যকরে আর কোনো বাধা থাকলো না। এ রায়ের ফলে দেশের ১৬ কোটি মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। রায় কার্যকর করার মাধ্যমেই চূড়ান্ত বিজয় অর্জিত হবে।’ আপীল বিভাগে যুদ্ধাপরাধ মামলার এই দুই আসামির রিভিউর নিস্পত্তি হওয়ার পর বুধবার সকালে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র এ কথা বলেন। ‘যেহেতু তাদের পরোয়ানা জারি হয়ে আছে, এখন আর কালক্ষেপন না করে দ্রুত রায় কার্যকর করা হবে,’ বলে আশা প্রকাশ করেন তিনি। ইমরান এইচ সরকার বলেন, ‘এবার শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি রয়েছে, আশা রাখছি এর জন্য বেশি সময় লাগবে না।’ তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় হওয়ার পরেও আপিলে দীর্ঘ কালক্ষেপনের কারণে জনমনে অস্তস্তি পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো। কিন্তু আজ রায় নিস্পত্তির পর আমরা হতাশ নই।’ অন্যান্য যুদ্ধাপরাধীর রায় কার্যকরে আর কালক্ষেপন না করার আহ্বান জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘আশা করবো অন্য রায়ের ক্ষেত্রে মহামান্য আদালত শুধুমাত্র আইনী প্রক্রিয়া ছাড়া আর কালক্ষেপন করবেন না।’ ইমরান এইচ সরকার আরও বলেন, ‘কাদের মোল্লার রায় কার্যকরের পর গত ১৩ এবং ১৪ সালে আমরা দেশবাসীকে সাথে নিয়ে এক অন্যরকম বিজয় দিবস উদযাপন করেছি। এবারও আশা রাখছি আসন্ন বিজয় দিবসের আগে এই যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের মধ্য দিয়ে আমরা অন্যরকম একটি বিজয় দিবস উদযাপন করবো।’
×