ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-সৌদি যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শুরু

প্রকাশিত: ০০:৪৪, ১৮ নভেম্বর ২০১৫

বাংলাদেশ-সৌদি যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুরু হয়েছে বাংলাদেশ-সৌদিআরব যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ১১তম এ বৈঠক শুরু হয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এটি শেষ হবে। এতে সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের শ্রম উপমন্ত্রী ড. আহমেদ বিন ফাহাদ আল ফুয়াইদ এবং বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। বৈঠকে অধিক জনশক্তি রফতানির সুযোগসহ ১৫টি বিষয়ে প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ। জনশক্তি, বিনিয়োগ, বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বেসামরিক বিমান, ধর্ম, নিরাপত্তা এবং জ্বালানি ও খনিজ সম্পদ, টেলিযোগাযোগ খাত নিয়ে কয়েকটি সেশনে আলোচনা চলছে। দুই দিনের বৈঠক শেষে যৌথ কর্ম পরিকল্পনা ঘোষণা দেওয়ার কথা রয়েছে। ২০১৩ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দশম যৌথ কমিশনের বৈঠক।
×