ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রায়ত্ব ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০২:৪২, ১৮ নভেম্বর ২০১৫

রাষ্ট্রায়ত্ব ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে রাষ্ট্রায়ত্ব ৪ ব্যাংকে পর্যবেক্ষ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরীকে সোনালী ব্যাংক, আব্দুর রহিমকে রূপালী ব্যাংক, আহমেদ জামালকে জনতা ব্যাংক ও নির্মল চন্দ্র ভক্তকে অগ্রণী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশ্বস্থ একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র আরও জানায়, রাষ্ট্রায়ত্ব ৪ ব্যাংকে দীর্ঘদিন ধরে পরিচালনা পর্ষদের মধ্যে সুশাসনের অভাব এবং কর্পোরেট সুশাসনে দুর্বলতা লক্ষ্য করছিল বাংলাদেশ ব্যাংক। তাছাড়া ব্যাংকগুলোতে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ায় এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে ব্যাংকগুলোতে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ব্যাংকগুলোতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপে নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রসঙ্গত, ব্যাংক কোম্পানি আইনের ৪৯ ধারা অনুযায়ী এ পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে দেশের ৫৬টি ব্যাংকের ১০টিতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হলো।
×