ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জ্ঞানের ওপর অজ্ঞতার আঘাত

প্রকাশিত: ০৪:১১, ১৯ নভেম্বর ২০১৫

জ্ঞানের ওপর অজ্ঞতার আঘাত

আশরাফুল আলম জ্ঞানই মানবিকতা। একে অন্ধত্ব বা অজ্ঞতা দিয়ে রুখে দেয়া যায় না। ইতিহাস বলে, জ্ঞানের ওপর সব সময়ই পাশবিকতার আঘাত আসে। সভ্যতার শুরু থেকে এখনও তা চলছে। রক্ষণশীল মানুষগুলোর জ্ঞান অজ্ঞতার চাদরে ঢাকা। তারা কোন পরিবর্তনকে বা নতুনকে সহজে গ্রহণ করতে পারে না। কিন্তু তারা জানে না সত্য কোনদিন এক জায়গায় স্থির থাকতে পারে না। আজ যা সত্য মনে হয় এক সময় এ সত্যও মিথ্যায় পরিণত হতে পারে। মুক্তবুদ্ধির চর্চায় আজ আঘাত। মুক্তচিন্তার মানুষগুলো আক্রমণের শিকার হয়ে চলেছেন একের পর এক। মুক্তচিন্তার বিপক্ষ শক্তি আজ মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা। কিন্তু কথা হচ্ছে মুক্তচিন্তার মানুষগুলো তাদের মতামত ব্যক্ত করুক। সাধারণ মানুষ তার নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়েই গ্রহণ করবে। এরূপ গ্রহণ-বর্জনের মধ্য দিয়েই প্রগতির পথে এগিয়ে যাবে। মত প্রকাশের দায়ে মুক্তচিন্তার মানুষ হত্যা করা কোনভাবেই ঠিক নয়। মানুষ হয়ে মানুষকে হত্যা করা জঘন্য পাপ। ক্ষমার অযোগ্য অপরাধ। হত্যা করে মত প্রকাশকে থামানো যায় না। যীশুকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল, সক্রেটিসকে হেমলক পান করতে হয়েছিল। গ্যালিলিওকে দ- পেতে হয়েছিল। কিন্তু তাঁদের মতে তাঁরা অবিচল ছিলেন। মানুষ কি তার সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে না? অবশ্যই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। রামপুরা, ঢাকা থেকে
×