ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাহানারাদের দ্বিতীয় টি২০ আজ

প্রকাশিত: ০৫:২১, ১৯ নভেম্বর ২০১৫

জাহানারাদের দ্বিতীয় টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম টি২০তে জিম্বাবুইয়ে নারী ক্রিকেট দলকে ৩৫ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি২০ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও জিম্বাবুইয়ের নারী ক্রিকেট দলের মধ্যকার এ ম্যাচটি সকাল সাড়ে নয়টায় শুরু হবে। ম্যাচটিতে বাংলাদেশ জিতলেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে। জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করবে। ছেলেদের মতো মেয়েরাও কী তা করতে পারবে? মাশরাফি বিন মর্তুজারা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে দিয়েছে জিম্বাবুইয়েকে। জিম্বাবুইয়ে ‘এ’ দলকে জিম্বাবুইয়ের মাটিতে তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ‘এ’ দল। জিম্বাবুইয়ে অনুর্ধ-১৯ দলকেও চার ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের মাটিতে ৪-০তে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। এবার জিম্বাবুইয়ে নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করার পালা বাংলাদেশ নারী দলের। ম্যাচটিতে যদি হারও হয় তাহলেও ক্ষতি হবে না। সিরিজ হার হবে না। তবে জিতলেই জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি২০তে জিম্বাবুইয়ের নারীদের হারিয়ে দুই ম্যাচ টি২০ সিরিজে ১-০তে এগিয়ে গেছে জাহানারা-আয়েশা-ফারজানা-সালমা-রিতু-পান্নারা। আগে ব্যাট করে বাংলাদেশ নারী দল নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। আয়েশা রহমান ৫০, শারমিন আখতার ৩৫ ও ফারজানা হক অপরাজিত ৩২ রান করেন। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৯০ রানে থেমে যায় জিম্বাবুইয়ের ইনিংস। রুমানা আহমেদ একাই ৩ উইকেট নেন। সেরা দশে রস টেইলর স্পোর্টস রিপোর্টার ॥ পার্থ টেস্টে ১০ রানের জন্য জীবনের প্রথম ট্রিপল সেঞ্চুরিটি পাননি। কিন্তু ড্র ম্যাচে পেয়েছেন সান্ত¡নার ম্যাচসেরার পুরস্কার। দু’দিনের মধ্যে আরও এক সুখবর। আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দশে উঠে এসেছেন নিউজিল্যান্ড তারকা। সাত ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে ৩১ বছর বয়সী এ কিউই ব্যাটসম্যান। রেটিং ৭৯৭। অন্যদিকে একই ইনিংসে ১৬৬ রান করা কেন উইলিয়ামসন তিন ধাপ এগিয়ে ছুঁয়ে ফেলেছেন দুইয়ে থাকা স্টিভেন স্মিথকে। পয়েন্টের ভগ্নাংশ হিসেবে পিছিয়ে থাকলেও ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উইলিয়ামসনের নাম শোভা পাচ্ছে। ৮৯৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে এবি ডি ভিলিয়ার্স। ডেভিড ওয়ার্নার (৮৮০) টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং ছুঁয়েছেন। পার্থ টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো অজি ওপেনার দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন। চতুর্থ স্থানে থাকা ইংলিশ ব্যাটসম্যান রুটের এক ধাপ অবনমন হয়েছে। প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক হাশিম আমলা দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন। দু’জনের রেটিং পয়েন্ট ৮৮৬ ও ৮৫১। শীর্ষ দশের মধ্যে এ্যাঞ্জেলো ম্যাথুস, ইউনুস খান ও এ্যালিস্টার কুকের অবস্থান অপরিবর্তিত।
×