ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশে হাঁপানি রোগী ৭০ লাখ

প্রকাশিত: ০৮:২৪, ১৯ নভেম্বর ২০১৫

দেশে হাঁপানি রোগী ৭০ লাখ

স্টাফ রিপোর্টার ॥ দেশের হাসপাতালগুলোতে যত রোগী ভর্তি হয়, তার ২৫ শতাংশ শ্বাসকষ্টসংক্রান্ত রোগে ভোগে। দেশে হাঁপানি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ৭০ লাখ। দেশের চল্লিশোর্ধ বয়সের ২১ শতাংশ মানুষ শ্বাসকষ্টের রোগে ভুগছে। কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে দেশের মানুষ এসব রোগে সঠিক সেবা পাচ্ছে না। বুধবার ফুসফুস বিষয়ে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকেরা এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটর কৃষিবিদ ইনস্টিউশন মিলনায়তনে বুধবার তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে বক্তা হিসেবে বিশ্বের ১৮ দেশের ৪০ বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। আর বাংলাদেশের সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মরত প্রায় ৫ শতাধিক চিকিৎসক এ সম্মেলনে যোগ দিয়েছেন। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোঃ আলী হোসেন, ডাঃ আসিফ মুজতবা মাহমুদ, অধ্যাপক ডাঃ রুহুল আমিন প্রমুখ।
×