ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামায়াতের হরতালে সবকিছু স্বাভাবিক

প্রকাশিত: ১৮:১৯, ১৯ নভেম্বর ২০১৫

জামায়াতের হরতালে সবকিছু স্বাভাবিক

অনলাইন রির্পোটার ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সর্বোচ্চ আদালতে খারিজ হওয়ায় জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলছে আজ। কিন্তু এখনও পর্যন্ত কোথাও হরতাল পালনের কোন লক্ষণ দেখা যায়নি। জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক। সকাল থেকে এখন পযর্ন্ত দেশের কোথাও গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীদের কোনো মিছিলেরও খবর পাওয়া যায়নি রাজধানী ঢাকায়। ব্যক্তিগত গাড়ি কিছুটা কম দেখা গেলেও গণপরিবহন চলাচল অনেকটাই স্বাভাবিক। কর্মজীবী মানুষ সকালে স্বাভাবিকভাবেই কাজে বেরিয়েছেন। কলকারখানা, অফিস-আদালতে কাজ শুরু হয়েছে অন্য দিনের মতোই। মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানি ও রায়ের কারণে মঙ্গলবার থেকেই ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। জামায়াতের ডাকা হরতালের পর পুরো দেশ নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। সর্বত্র আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বড় শহরগুলোতে আগের রাতেই বিজিবির টহল শুরু হয়েছে।
×