ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবারো বিদেশির ওপর আক্রমণে ইইউ’র উদ্বেগ

প্রকাশিত: ১৯:০১, ১৯ নভেম্বর ২০১৫

আবারো বিদেশির ওপর আক্রমণে ইইউ’র উদ্বেগ

অনলাইন রির্পোটার ॥ দিনাজপুরে ইতালির নাগরিক পিয়ের সামিও’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা এবং উদ্বেগ করেছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’র পক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই নিন্দা প্রকাশ করেন। গণমাধ্যমে পাঠানো বার্তায় রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, ‘ইতালির নাগরিক পিয়ের সামিও’র উপর সন্ত্রাসী হামলার ঘটনা নিন্দনীয়। পিয়ের সামিও’র দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি।’ বার্তায় আরো বলা হয়, ‘দুই মাসেরও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে বিদেশিদের উপর তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল। যার মধ্যে ইউরোপিয় নাগরিকরা দ্বিতীয়বার হামলার শিকার হলেন। এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি সবার জন্য উদ্বেগের বিষয়।’ বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়ে বার্তায় বলা হয়, ‘এমন ব্যবস্থা নিন যাতে প্রকৃত দোষীকে আইনের মুখোমুখি দাঁড় করানো যায়।’
×