ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে আগামী ১০দিনের মধ্যে পাওয়া যাবে নতুন আলু

প্রকাশিত: ২০:১৪, ১৯ নভেম্বর ২০১৫

নীলফামারীতে আগামী ১০দিনের মধ্যে পাওয়া যাবে নতুন আলু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আগামী ১০ দিনের মধ্যে নীলফামারীতে পাওয়া যাবে আগাম জাতের নতুন আলু। আলু চাষীরা তাই এখন আলূ ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আজ বৃহস্পতিবার জেলার কিশোরীগঞ্জ ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র চোখে পড়েছে। এদিকে ক্ষেত থেকে আলু উঠার আগেই ঢাকা ও চট্রগ্রাম থেকে অনেক আড়ৎদার এই আলু ক্রয়ে এলাকায় এসে ভিড় করতে শুরু করেছে। তারা আলু চাষিদের ক্ষেতেই আলু ক্রয় করার জন্য আগামী অর্থ প্রদান করছে। নীলফামারী জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপম জানান, জেলার কিশোরীগঞ্জ,জলঢাকা ও সদরে এবার আগাম জাতের আলূ চাষ হয়েছে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে। গত বছর জেলায় ২২ হাজার ৬০৫ হেক্টর জমিতে আগাম জাতের ৩ লাখ ৯৯ হাজার ৩৭২ মেট্রিক টণ আলুর উৎপাদন হয়েছে। সুত্র মতে নীলফামারী জেলার কৃষকরা গ্রানুলা, কার্ডিনাল, ডায়ম-, সাগিতা, কারেজ, একটারিক্সসহ স্থানীয় জাতের আলুর চাষ করেন।
×